দীর্ঘ ৩২ বছর পর মহেশপুরে চালু হলো চৌকি আদালত ।

২৬

 

সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার । দীর্ঘ ৩২ বছর পর ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আবারো চালু হয়েছে চৌকি আদালত।

রোববার দুপুরে উপজেলার পুরাতন আদালত ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ মো: নাজিমুদ্দৌলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ-আল আমিন মাতুব্বর,ঝিনাইদহ যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ গোলাম নবী,ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আযম,পিপি ইসমাইল হোসেন,পিপি বিকাশ কুমার ঘোষ, মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পদক মীর সুলতানুজ্জামান লিটনসহ জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সীমান্তবর্তী মহেশপুর উপজেলার মানুষের ভোগান্তি কমাতে ১৯৮২ সালে আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৯২ সালে আদালতের কার্যক্রম উপজেলায় বন্ধ করে জেলায় নিয়ে যাওয়া হয়।সরকারি ছুটির দিন ব্যাতিত প্রতিদিন ২ জন বিচারক বিচার কার্য পরিচালনা করবেন। এই আদালতে অন্তত ৫ হাজার মামলা চলবে। উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম চালু হওয়ায় খুশি বিচারপ্রার্থীসহ স্থানীয়রা ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.