তজুমদ্দিনে নির্বাচনী আচরণবিধি লঙ্গন করায় মোটরসাইকেল প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা

৬৯

 

তজুমদ্দিন প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রাসেল এর নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্গন করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার সন্ধ্যায় তজুমদ্দিনে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এই জরিমানা করেন।

সংশ্লিষ্ট সুত্রমতে, শম্ভুপুর ইউপি নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তার কর্মি সমর্থকরা একটি পিক-আপ ভ্যানে করে বিভিন্ন বাজারে ঘুরে সাউন্ড সিস্টেম বাজায়।

যাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরন বিধিমালা-২০১৬ এর ৩১ ধারার লঙ্গন হয়। এসময় শম্ভুপুর খাশের হাট বাজারে সন্ধ্যা সাড়ে ৭ টায় নির্বাচনের দায়িত্বরত নির্বাহি ম্যাজিষ্ট্রেট পিক-আপ ভ্যান আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম জানান, প্রার্থীকে আচরন বিধি লঙ্গনের বিষয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জরিমানা পরিশোধের পর পিক-ভ্যান ছেড়ে দেয়া হয়েছে

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.