টেকনাফে ৬ বছর ধরে পলাতক মাদক মামলার আসামি র‌্যাব-১৫ কর্তৃক গ্রেপ্তার |

মোহাম্মদ আবদুল্লাহ, (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ থানাধীন বরইতলী এলাকা হতে দীর্ঘ ০৬ বছর ধরে পলাতক মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত একজন আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার হয়েছে।
আজ র‌্যাব-১৫ এক ব্রিফিং এ তথ্য জানায় যে, গতকাল (০৮ জুলাই) আনুমানিক ৩ঃ১৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন বরইতলী এলাকায় গ্রেফতারী পরোয়ানভূক্ত পলাতক আসামী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র‌্যাবের আভিযানিক দল বর্ণিত এলাকা হতে ০৬ বছর ধরে পলাতক মাদক মামলার গ্রেফতারী পরোয়ানভূক্ত আসামী মোঃ জাকির হোসেন (২৮), পিতা-মৃত ইউসুফ আলী, সাং-বরইতলী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী উক্ত মাদক মামলার সাথে জড়িত এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে মর্মে জানায়। উল্লেখ্য, ধৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার মামলা নং-৪২(০৮)১৭, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) ধারায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার গ্রেফতারী পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.