চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে বাথানবাড়ি জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা।

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরতলা ইউনিয়নের দোয়াপুরে একটি বাথানবাড়ি আগুনে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তবে ঘটনার সময় সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

দোয়াপুর মৌজায় অবস্থিত জমি ও পুকুর দেখভাল করার কাজে নিয়োজিতরা ওই বাথানবাড়িতে থাকতেন। জমি, পুকুর ও বাথানবাড়ির মালিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের মো. হাম্মাদ আলী। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, জমি ও পুকুর দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার চলে আসার পর রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা বাথানবাড়িতে আগুন দেয়। এতে বাথানবাড়ির চালাসহ বেড়া পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, শিবগঞ্জ উপজেলার দিয়াড় ধাইনগর এলাকার সাইদুর রহমানের সঙ্গে তার বিরোধ রয়েছে। তারাই আগুন দিয়ে বাথানবাড়িটি পুড়িয়ে দিয়েছে বলে ধারণা করছেন তিনি।

এর আগেই সাইদুরসহ তার সহযোগীরা জোরপূর্বক ওই পুকুর থেকে মাছ ধরে ও আম পেড়ে নিয়েছিলেন। এ নিয়ে সদর থানায় জিডিও করেছিলেন।

সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, আগুনের ঘটনাটি তিনি জেনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পান নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.