গৌরনদীতে মাদ্রাসা থেকে চুরি যাওয়া ২০ টি ল্যাপটপ সহ চোর আটক

১১

 

মোঃ হাসিবুর রহমান,গৌরনদী,বরিশাল প্রতিনিধি:

বরিশাল জেলার গৌরনদী থানাধীন কাশেমাবাদ মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব হতে চুরি যাওয়া ০৯ টি ল্যাপটপ উদ্ধার এবং আন্তঃজেলা চোরচক্রের ০৩ সদস্য গ্রেফতার।

গত ইং ০৩/০৮/২০২৩ তারিখ রাতে গৌরনদী থানাধীন কাশেমাবাদ এলাকার কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রসার মূল ভবনের ২য় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব হইতে ০৯টি ল্যাপটপ চুরির ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবু সাঈদ মোঃ কামেল(৫৪), পিতা- মৃত আবুল খায়ের মোঃ সাইদ, সাং- কাশেমাবাদ, থানা- গৌরনদী, জেলা- বরিশাল বাদি হয়ে থানায় এজাহার দায়ের করলে উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানার মামলা নং-১০, তারিখ-০৬/০৮/২০২৩, ধারা -৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।

পুলিশ সুপার বরিশাল মহদোয় এঁর সার্বিক দিক নির্দেশনায় তাৎক্ষনিক ভাবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই/মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গৌরনদী থানার বিভিন্ন এলাকায় সঁড়াশি অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৬/০৮/২০৩ তারিখ ১৪.৫০ ঘটিকায় গৌরনদী থানার কাশেমাবাদ এলাকা হইতে আসামী সিয়াম আহম্মেদ (২০), পিতা-আলাউদ্দিন বয়াতী, সাং-কাশেমাবাদ, থানা-গৌরনদী, জেলা-বরিশালকে গ্রেফতার করে তার নিকট হইতে ০৬ টি HP ল্যাপটপ এবং গৌরনদী থানাধীন দক্ষিন বিজয়পুর এলাকা হতে আসামী রেজাউল শরীফ (২৮), পিতা-নাছির শরীফ, সাং-দক্ষিন বিজয়পুর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল এবং পার্থ রায় (২৩), পিতা-মৃত টমাস রায়, সাং-কলাবাড়িয়া, থানা-গৌরনদী, জেলা-বরিশালদ্বয়কে গ্রেফতার করে তাদের নিকট হতে ইং ০৬/০৮/২০২৩ তারিখ ১৫.৩৫ ঘটিকায় ০৩ টি HP ল্যাপটপ উদ্ধার করা হয়।

আসামীরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা যায়। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি করে মর্মে জানা যায়। মামলার তদন্ত চলমান রয়েছে ।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সকল প্রকার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.