কয়রায় জে জে এস র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

 

মোঃ বায়জিদ হোসেন,কয়রা (খুলনা) প্রতিনিধি।খুলনার কয়রা উপজেলায় জাগ্রত যুব সংঘ- জেজেএস এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় নেতৃত্ব গ্রহণে শিশুদের ক্ষমতায়নের লক্ষ্য শীর্ষক প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় নেতৃত্ব গ্রহণে শিশুদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি প্রকল্প
শুরু করার ঘোষণা দিয়েছে জাগ্রত যুব সংঘ- জেজেএস। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ৩৯ বছর ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য, অবিচার, শিশু অধিকার লঙ্ঘন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য কাজ করে আসছে। জেজেএস সর্বদা অংশগ্রহণমূলক টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ । প্রকল্পটি বিএমজেড – কেএনএইচ – জার্মানী’র অর্থায়নে জেজেএস বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা জেলার উপকূলীয় ১০ টি উপজেলার ২০ টি ইউনিয়ন ও খুলনা সিটি কর্পোরেশনের ৪ টি ওয়ার্ডে বাস্তবায়ন করছে।

প্রকল্প অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম তারিক উজ-জামান।এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনার রশিদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার,উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানী,সাংবাদিক শফিকুল ইসলাম,কয়রা সাংবাদিক ফোরাম সভাপতি তারিক লিটু।

এছাড়া জে জে এস এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রকল্প প্রোগাম ম্যানেজার নব কুমার সাহা,মনিটরিং অফিসার আব্দুর রহমান,নাসির মাহমুদ, মোশাররফ হোসেন,ফরহাদ হোসেন সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় নেতৃত্ব গ্রহণে শিশুদের ক্ষমতায়নের লক্ষ্য শীর্ষক প্রকল্পের মাধ্যমে উপজেলার কয়রা ইউনিয়ন ও উত্তর বেদকাশী ইউনিয়নে কাজ করবে।কয়রা ইউনিয়নে শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজ এবং উত্তর বেদকাশী ইউনিয়নে বেদকাশী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে , এছাড়া কমিউনিটি পর্যায়ে কাজ করবে প্রকল্পটি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.