উজিরপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ।

২১

 

মোঃ কাওছার হোসেন, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। শনিবার ১৬ ডিসেম্বর উজিরপুর মডেল থানা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সুচনা হয়।

সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি, ব্যক্তিমালিকাধীন ভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক, শনিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শনিবার সাড়ে ৮টায় সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ও মডেল ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সন্মাননা প্রদান এবং মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং জাতীয় শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় স্থানীয় ভাবে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ছাত্র- ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী এবং সকল বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। এছাড়া বিকেল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উজিরপুর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামীসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী। উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মাননীয় সংসদ সদস্য, বরিশাল-২, (উজিরপুর-বানারীপাড়া) পক্ষে উপজেলা প্রশাসন ও পরিষদ। উজিরপুর উপজেলা আওয়ামীলীগ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

মেয়র, উজিরপুর পৌরসভা। উজিরপুর মডেল থানা। উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাব। উজিরপুর সাংবাদিক ইউনিয়ন। ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ। এছাড়াও জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল। সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজ।

বি এন খান ডিগ্রি কলেজ। উজিরপুর মহিলা কলেজ। সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন। শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়। উপজেলা কৃষি অফিস। উজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতি। তবে বিএনপির নেতাকর্মীরা উপজেলা মেজর এম এ জলিল স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়াও উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ,ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, কৃষি অফিসার কপিল বিশ্বাস, প্রকৌশলী সুব্রত রায়, সমবায় কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, নির্বাচন অফিসার আব্দুর রশিদ,আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর জামানসহ অনেকে। উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সময় উপস্থিত ছিলেন সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, মোঃ রফিক, মোঃ হ্নিদয়, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ খলিলুর রহমান, মোঃ টুকু সহ সাংবাদিক বৃন্দ। এর পূর্বে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াদুদ সরদার সহ অনেকে। এছাড়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.