ঈদগাঁওতে শুরু ড্রাইবিং ও ফ্রিল্যান্সিং কার্যক্রম।

২৪

 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।ঈদগাঁওতে আজ ১৬ জানুয়ারি ড্রাইভিং ও ফ্রিল্যান্সিং এর নতুন প্রকল্প উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষে দুপুরে স্থানীয় বাস স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এটু-আই প্রকল্পের যুগ্ম সচিব মোল্লা মিজানুর রহমান।

ঈদগাহ টেকনোলজি স্কুল (ইটিএসে) কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ও উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির কর্ণধার তারেকুল হাসান। এ সময় স্থানীয় বিদ্যালয় সমূহের আইসিটি শিক্ষক ও প্রতিষ্ঠানটির বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, প্রযুক্তির এই যুগে কারিগরি দক্ষতা ছাড়া আত্ম কর্মসনস্থানের ব্যবস্থা করা অত্যন্ত কঠিন। জীবন মুখী শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে যুবকরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
তিনি হাতে কলমে পেশাগত জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
পরে যুগ্ম সচিব মোল্লা মিজানুর রহমান উপজেলার জালালাবাদ ইউনিয়নে আল গিফারী (রাঃ) ইসলামিক সেন্টারে পরিচালিত হাউজ ওয়ারিং ও ইলেকট্রিক্যাল কোর্সের কার্যক্রম পরিদর্শন যান।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.