ঈদগাঁওতে ব্যবসায়ীদের সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের দাবি।

 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।আগত পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের আয়োজনে সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও ট্রাফিক জোনের টি, আই প্রিয়দর্শী চাকমা, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি পুলিশের উপ-পরিদর্শক জুয়েল সরকার ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা।

অন্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আজিম ও সংগঠক কাফি আনোয়ার। বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক হাসান তারেক ও সদস্য রফিকুল ইসলাম রফিক। সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী। বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং বাজারের বিদ্যমান নানা সমস্যা তুলে ধরে সংশ্লিষ্ট প্রশাসন সহ সর্বস্তরের ব্যবসায়ীদের প্রয়োজনীয় পদক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন সওদাগর, ঈদগাঁও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী, কামরুল এহেসান বাবু, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সভাপতি রায়হান আমিন, অর্থ সম্পাদক ব্যবসায়ী নুরুল আমিন, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক, সদস্য জসিম উদ্দিন আহমেদ, আব্দুল মোনাফ সওদাগর, নুরুল আবছার, শওকত আলম, জাহেদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এতে বাজারের নিত্য নৈমিথকার দুঃসহ যানজট পরিস্থিতি নিরসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার সমাধান, নির্ধারিত সময়ে পন্যবাহী যানবাহনের মালামাল আনলোড করণ, বাজারের প্রবেশ মুখসমূহে যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা করণের উপর জোর দেয়া হয়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.