আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১ হবে সংযুক্ত আরব আমিরাতে।

৩৩১

ইমরান হোসেন পিয়াল,খেলা ডেস্ক: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১ এর আসর ভারতে হচ্ছে না।করোনার কারনে এটি স্থানান্তরিত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।২০২১ ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ফাইনাল ১৫ অক্টোবর শেষ হবে।ঠিক তার ২ দিন পর ১৭ অক্টোবর শুরু হবে বিশ্ব ক্রিকেটের সব থেকে ছোট আন্তর্জাতিক সংস্করন নিয়ে টি২০ বিশ্বকাপ। ১৭ অক্টোবর থেকে শুরু হবে ৮ দলের গ্রুপ বাছাইপর্ব ম্যাচ।সেখান থেকে ৪ দল যাবে সেরা ১২ রাউন্ডে লড়াই করতে।২২ শে অক্টোবর শুরু হবে সেরা ১২ এর লড়াই এবং সব শেষে ১৪ নভেম্বর হবে ফাইনাল।

এবারের আসরেঃ
অংশগ্রহণ করবে ১৬ দল।
ম্যাচ হবে মোট ৪৫ টি

বাছাইপর্ব গ্রুপ ২ টি
গ্রুপ এঃ
১)শ্রীলঙ্কা
২) ওমান
৩)আয়ারল্যান্ড
৪)পাপুয়া

গ্রুপ বিঃ
১) বাংলাদেশ
২)নেদারল্যান্ডস
৩)নামিবিয়া
৪) স্কটল্যান্ড

সেরা ১২’র এর লড়াই এর জন্য ৮ দল সরাসরি যোগ্যতা পেয়েছে।
১) ভারত
২) অস্ট্রেলিয়া
৩) ইংল্যান্ড
৪) নিউজিল্যান্ড
৫) উইন্ডিজ
৬) আফগানিস্তান
৭) পাকিস্তান
৮) সাউথ আফ্রিকা

সেরা ১২ (২য় রাউন্ডের জন্য গ্রুপ টেবিল)ঃ

গ্রুপ-১।                     গ্রুপ-২
১) অস্ট্রেলিয়া।       ১) ভারত
২) নিউজিল্যান্ড।    ২) ইংল্যান্ড
৩) পাকিস্তান।         ৩) আফগানিস্তান
৪) উইন্ডিজ।           ৪) সাউথ আফ্রিকা
৫) গ্রুপ এ এর দল ১  ৫) গ্রুপ বি এর ১ নাম্বার দল

৬) গ্রুপ বি এর।      ৬) গ্রুপ এ এর ২ নাম্বার দল

২ নাম্বার দল

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.