করোনায় আজ সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশ

৩৮৯

 

মোঃআল-আমিন,ডেস্ক রিপোর্টঃ কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ১৭২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও পাঁচ হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট আট লাখ ৮৮ হাজার ৪০৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে তিন হাজার ২৪৮ জন। এ নিয়ে দেশে মোট আট লাখ চার হাজার ১০৩ জন করোনা থেকে সুস্থ হলো।আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এ বছরের ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫৪টি ল্যাবে ২৪ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৪ হাজার ৬২৮টি। নমুনা শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।২৪ ঘণ্টায় নতুন ১১৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৪৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১০ হাজার ১১৮ জন ও নারী চার হাজার ৫৪ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৪ জন ও ষাটোর্ধ্ব ৫৯ জন রয়েছেন

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.