বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের ৫ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত।

৫৭

মোঃহেমায়েত উদ্দিন, মুলাদী৷

হু হু করে বাড়তে শুরু করেছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি। এরই মধ্যে ৪টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বিপদসীমা ছুঁয়েছে আরও একটি নদীর পানি। এর ফলে উপকূলের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ঘর বন্দি হয়ে পড়ছে উপকূলের হাজারো মানুষ।

এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী দুই-তিন দিন নদ-নদীর পানি আরও বাড়তে পারে। বুধবার পূর্ণিমা, তার ওপর বৈরী আবহাওয়ার সাথে বাতাসের গতিবেগ বেশি থাকায় নদীর পানি বাড়ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী,মঙ্গলবার বিভাগের গুরুত্বপূর্ণ ১৯টি নদ-নদীর পানির পরিমাপ করেছেন তারা। এর মধ্যে ৫টি নদীর ৮টি পয়েন্টের বিপদসীমা অতিক্রম করেছে। এর মধ্যে বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোলার দৌলতখান উপজেলার সুরমা-মেঘনা নদীর পানি ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.