দেখা গেল ৪০ বছর আগের মৃত ব্যক্তির লাশ,সত্য টা কি?

 

মো: মেহেদী হাসান আশিক: ঘূর্ণিঝড় ইয়াস এবং জোয়ারের কারনে তীব্র জলোচ্ছ্বাসে নদী ভাঙ্গনের ফলে কবর ভেঙ্গে যাওয়ায় এক ব্যক্তির লাশের কিছু অংশ দেখা যাচ্ছে।

ঘটনাটি ঘটে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘুনী গ্রামে ফকির বাড়ির পারিবারিক কবরস্থানে।

গত কয়েকদিন যাবৎ ঘূর্ণিঝড় ইয়াস এবং এবং জোয়ারের কারনে পটুয়াখালী জেলার উপকূলীয় অঞ্চল পানিতে প্লাবিত হয় এ সময় নদীতে তীব্র ঢেউ থাকায় দশমিনা দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘুনী গ্রামে ফকির বাড়ির পারিবারিক কবরস্থানে কবর ভেঙ্গে যাওয়ায় এক ব্যক্তির লাশের কিছু অংশ দেখা যাচ্ছে।

লাশের বয়স নিয়ে এলাকাবাসীর একাধিক মন্তব্য রয়েছে, ঐ এলাকার অনেকে বলছেন লাশটি ৪০ বছর আগে মৃত ব্যক্তির লাশ।
লাশের গায়ের কাফনের সাদা কাপড়টি আগের মত আছে। তবে লাশটি ৪০ বছর আগের নাকি সাম্প্রতিক সময়ের সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment