২১ শে ফেব্রুয়ারি-

২১ শে ফেব্রুয়ারি-মাহমুদুর রহমান।

মায়ের মুখের ভাষা যখন
কেঁড়ে নিতে চাইলো স্বজন,
বাংলা মায়ের দামাল ছেলের
রক্ত তখন হইলো গরম।

রক্তে যদি ধরবে দূষণ
মরনকে হয় করব বরণ,
মায়ের মাথা নুইবে যেদিন
কি নিয়ে আর বাঁচবো সেদিন।

মা ‘ মা ডাক ছাড়বো না
উর্দূকে তাই মানবো না,
মায়ের মান বাঁচাতে তাই
চলো মোরা যুদ্ধে যাই।

খন্ড খন্ড যুদ্ধ খেলা
রক্তে ভাসে বিজয় ভেলা,
মায়ের মুকুট ছিনিয়ে এনে
তারাই হল ইহ হারা।
২১
তুমি ‘তো’ ভাইয়ের রক্তে মাখা,
জবাব চাইবো তোমার কাছে
যেদিন পাব তোমার দেখা।

ধন্যবাদ।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment