শ্রীপুরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কলেজ শিক্ষার্থীর আত্নহত্যা

১৩

শ্রীপুরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কলেজ শিক্ষার্থীর আত্নহত্যা

অনলাইন ডেস্কঃ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গাজীপুরের সদর উপজেলায় ফারজানা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার বানিয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা ও-ই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। সে শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
নিহতের বাবা সুরুজ মিয়া জানায়, রোববার সকালে ফলাফল প্রকাশ হওয়ার পর নিজের পরীক্ষার ফলাফল অকৃতকার্য দেখে গলায় ফাঁস দেয়।পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হুদা বলেন, দুপুর পৌনে ১টার দিকে ফারজানা নামে একজনকে হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই আব্দুর কুদ্দুস বলেন, পরিক্ষায় অকৃতকার্য হওয়ার কারনে ফারজানা আক্তার নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।এমন সংবাদ পেয়ে বিকেলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.