মোল্লাহাটের সরসপুরে অনুষ্ঠিত হলো শান্তি-শৃঙ্খলা ও ঐক্য সভা

১৫৮

পার্থ রায়,উপজেলা প্রতিনিধি, মোল্লাহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে ঐক্য ও শান্তি-শৃঙ্খলা গড়ার লক্ষে অনুষ্ঠিত হয়েছে এক অভিনব সভা।সোমবার বিকালে স্থানিয় সরসপুর ঈদ গাহ মাঠে উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সহযোগিতায় ও কোদালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম,এর উদ্যোগে ও সভাপতিত্বে গ্রামবাসীর এ সভা অনুষ্ঠিত হয়।

শান্তি-শৃঙ্খলা ও ঐক্যের সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন মোল্লাহাট থানা পুলিশ এর এস আই আবু হাসান,মোল্লারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান এবং সিনিয়র সহ -সভাপতি শরীফ মাসুদুল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন,এস্থানিয় গন্যমান্যদের মাঝে হাজি মোঃশাহাবুদ্দিন শেখ,মোল্লা আজিজুর রহমান, ইউপি সদস্য আকাশ শেখ, মিরাজ শেখ,ফোরকান শেখ,আল আমিন সরদার, সোহাগ সদ্দার, টিপু মৃধা,মনিরুজ্জমান,বীর মুক্তিযুদ্ধা সবুর মৃধা,একস্থানিয় আঃজলিল সহ সরসপুরের সর্বস্হরের জনগন এ সময় উপস্থিত ছিলেন।

এ সভায় সভায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্হ্য বিধি মেনে চলা, সামাজিক দুরত্ব মনে চলা ও চায়ের দোকানে তাস-লুডু ও কেরাম খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম সকলের উদ্দেশ্য বলেন,অসুস্থ সংস্কৃতি ত্যাগ করে সুস্থ্য সংস্কৃতি চালু করতে হবে,এজন্য যুবকদের উদ্বুদ্ধ করতে ফুটবল, ভলিবল, হা-ডুডু ও ক্রিকেটসহ বিভিন্ন প্রকার খেলার যাবতীয় উপকরন প্রদান ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি,এ ছাড়া যে, কোন বিপদে গ্রামের সকলে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।একই সাথে গ্রামের সার্বিক কল্যাণ বিবেচনায় বিবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.