মিথ্যা অভিযোগ এবং মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ।

৬৯

সাংবাদিক আবছার উদ্দিন
দৈনিক সাহসীকন্ঠ (কুমিল্লা জেলা প্রতিনিধি)

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার চান্দলা গ্রামের ঘটনা।
অনলাইন ভিত্তিক একটা পেইজ খুলা হয় ২০২১ সালে এবং নাম করন করা BNN24।এ পেইজ খুলা বাবদ সে আমাদের থেকে টাকা নেয় ২৪০০০০/- পরে ইন্ডিয়ান স্যাটলাইট টিভি যৌথ পরিচালনা নাম করে সে স্যাটাম্পে আমাদের চুক্তি করা হয়।ঐ চুক্তি আমার পাচ জন ছিলাম বাগদাদ সোহেল তানভীর তছলিম এবং আওয়াল।এবং আপছার নিউজ কাভার করতেন বুড়িচং ব্রাক্ষণপাড়ায়।হিসাবের গড়মিল দেখে আমরা চার জন একে একে সরে গেলাম ২০২২ শের ডিসেম্ভরে।পরে বাগদাদ আমাদের টাকা ২০২৩ সালের জুন আমাদের ২১৭০০০/- হাজার টাকা ফিরেয়ে দিবেন বলে আশসাস্তো করেন।গত শুক্রবার ০৮/০৯/২০২৩ তাং টাকা চাওয়াতে আমাদের মাঝে বাজারে কথা কাটা কাটি হয়।এবং মিথ্যা মামলা নামে হয়রানী করার ভয় দেখাচ্ছে।বিভিন্ন লোক দ্বারা সোস্যাল মিডিয়া হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে সে টাকা না দিয়ে বাচার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।এবং সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকতার অপব্যবহার করছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.