ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ৪।

১৮

নিজস্ব প্রতিবেদক, আমিনুল ইসলাম আহাদ।

ইঞ্জিন চালিত নৌকায় করে পাচার ১০০ কেজি গাঁজাসহ আটক ৪ জন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ইঞ্জিন চালিত নৌকা থেকে ১০০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ দিবাগত রাতে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজার এলাকার নদীর ঘাট থেকে তাদের আটক করা হয়।

মাদক প্রাচারের এই ঘটনায় আটককৃতরা হলেন- আখাউড়া উত্তর ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের মৃত নীলমোহন চন্দ্র দাসের ছেলে জহর লাল চন্দ্র দাশ (৫৬), জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর পশ্চিম পাড়ার মৃত আবদুল আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), একই ইউনিয়নের উথারিয়াপাড়ার শাহজাহানের ছেলে মো. তুষার(১৮) এবং কাশীনগর পশ্চিম পাড়ার মৃত মতি মিয়ার ছেলে মো. শহীদ (৫০)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন নদী পথে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা তল্লাশি করে ১০০ কেজি গাঁজা জব্দ করে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.