ব্যাঙের প্রণয় সম্ভাষণ

১০৩

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

পাশের ডোবায় সারা বছর

থাকে খানিক জল,

বর্ষা এলেই কানায় কানায়,

উপচে ডুবায় ফসল৷

বছর জুড়ে ব্যাঙেরা সব,

চুপটি মেরে থাকে,

বর্ষার জলের পেলেই দেখা,

ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে৷

আনন্দে আর সুখে ব্যাঙ

হয় বিহবল সবে,

মেঘলা আকাশ দেখলেই খুশি,

বৃষ্টি আসবে কবে?

ব্যাঙের ডাকে ভাঙ্গে সবের,

নিঝুম রাতের ঘুম,

লাফা লাফি ঝাপাঝাপি,

আনন্দের পরে ধুম৷

পুরুষ আর স্ত্রী ব্যাঙের সখ্যতা,

বর্ষাকালেই প্রজনন,

ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙর ডাক,

ব্যাঙের প্রণয় সম্ভাষণ৷

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.