‌পার্বত্য বান্দরবানে মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী ।

২৩

রিমন পালিত, বান্দরবান ব্যুরো। পার্বত্য বান্দরবানের মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান সেনা রিজিয়ন ।

আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে বাস্কেটবল মাঠ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ।

এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোন উপ অধিনায়ক মেজর মাহমুদুল হাসান ,জিএসও-২ ইন্ট মেজর শায়েখ উজ্জামান ,ক্যাপ্টেন আব্দুল মান্নান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল
সেনা রিজিয়নের পক্ষ হতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে উপহার প্রদান, শিক্ষাদানের সুবিধার্থে স্কুলে ল্যাপটপ, প্রজেক্টর ,শিক্ষার্থীদের মাঝে বই প্রদান সহ নগদ অর্থ ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করেন । ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

 

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.