নজরুল বিশ্ববিদ্যালয় শিল্পী আব্দুর রহমান রুমির সলো আর্ট এক্সিবিশন ৩ দিনব্যাপী।

৬৮

 

সাফায়েত আহমেদ , নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে চলছে শিল্পী আব্দুর রহমান রুমির একক চিত্র প্রদর্শনী। সলো আর্ট এক্সিবিশন শীর্ষক চিত্র প্রদর্শনীটি শুরু হয়েছে গতকাল ২৬ নভেম্বর ২০২৩ (সোমবার) সকাল ১০ টায়।

শিল্পী আব্দুর রহমান রুমি নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী। পরিবারের তীব্র নিষেধাজ্ঞা উপেক্ষা করে একজন চিত্রশিল্পী হয়ে ওঠার গল্প মোটেই সহজ বিষয় ছিলো না। এ বিষয়ে শিল্পী রুমির কাছে জানতে চাওয়া হলে রুমি বলেন, আমার খুব মনে পড়ে, যখন ফ্যামিলির সিদ্ধান্তের বাইরে গিয়ে চারুকলায় ভর্তি হতে আসি তখন একদিকে যেমন ফ্যামেলির পক্ষ হতে নেমে আসলো অর্থনৈতিক অবরোধ। আবার নতুন করে নিজেকে আবিষ্কার করা যাতে এমনটি মনে না হতে থাকে আমি একা। তখন থেকেই সঙ্গী করে আঁকড়ে ধরে আছি ছবি আঁকাটাকে। সেই সাথে গুরুত্ব দিয়ে গেছিআর্টের জন্য উপযুক্ত পরিবেশের প্রতি।

স্বপ্ন বাস্তবায়নে চারুকলা বিভাগে ভর্তির প্রথম দিকেই ব্যক্তিগত আট স্টুডিও চালু করেছিলেন জানিয়ে রুমি আরো বলেন, শিল্পচর্চা নিয়ে এখন যেমন আফসোস নাই ঠিক পরেও থাকার সম্ভাবনাও নেই। কারন আমি শিল্পচর্চা টাকে আমি উপভোগ করার চেষ্টা করে যাচ্ছি। শুধু এইটুকুই জানি ।আমি আর্টটাকে ভীষণ উপভোগ করি এবং করে যেতে চাই। আর হ্যাঁ, প্রতিটি শিল্পকর্মই আমার কাছে আদরের।

ব্যক্তিগত উদ্যোগে সলো আর্ট এক্সিবিশন করার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, মূলত নিজের আঁকা এসব কর্মগুলোকে মূল্য দিতেই আমার এই একক শিল্পকর্ম প্রদর্শনটির আয়োজন। মূলত উন্মুক্ত স্থানে প্রদর্শনটি আয়োজন করা যাতে শিল্পকর্মগুলো সহজেই সবার দৃষ্টিগোচর হয় এবং চক্ষুর আড়াল না হয়। যদিও দেখতে না চাওয়ার একান্তই নিজের তবুও খুব করে চাইবো যেন সবাই আসুন নিমন্ত্রণ সবার জন্য।

প্রদর্শনীটির উদ্বোধন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার। এছাড়াও এক্সিবিশনটিতে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. দ্রাবিড় সৈকত।

উল্লেখ্য, গত দুই দিন ধরে চলছে ওপেনিং সেরিমনি এবং আজ তৃতীয় দিনে থাকছে শিল্পী আব্দুর রহমান রুমির সাথে দর্শকদের বিশেষ আর্টিস্ট টক। যেখানে শিল্পী এবং দর্শক তাদের ভাবনা বিনিময় করবেন বিকালে এবং এই এক্সিবিশনটির ক্লোজিং অনুষ্ঠিত হবে।

 

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.