নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, সম্পাদক এবাদুল হক।

৩৩

 

ব্যুরো প্রধান রাজশাহী ।নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি খোরশেদ আলম ও সাধারন সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি এবাদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২) নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের গোস্তহাটির মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের এক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি-সম্পাদকসহ ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নির্বাহী কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে সোনালী সংবাদের গোলাম রসূল বাবু, বাংলাদেশ সমাচারের আসাদুজ্জামান, একুশে সংবাদের মেজবাউল হক ও দৈনিক এই বাংলার শামীম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক পদে মোহনা টেলিভিশনের হাবিবুর রহমান ও বিজয় টেলিভিশনের আব্দুল মজিদ সম্রাট, সাংগঠনিক সম্পাদক পদে যায়যায়দিনের রুহুল আমিন ও মোহনা টেলিভিশনের আলমগীর হোসেন, অর্থ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের আব্দুর রাকিব, দপ্তর সম্পাদক পদে এশিয়ান টেলিভিশন ও বাংলাদেশ কন্ঠের রাশেদুজ্জামান, উপ দপ্তর সম্পাদক পদে গণকন্ঠের আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে স্বদেশ প্রতিদিনের আহসান হাবীব, উপ প্রচার সম্পাদক পদে দৈনিক সাহসী কন্ঠ ও গণটেলিভিশনের সাইদুল ইসলাম হেলাল, মহিলা বিষয়ক সম্পাদক পদে লাল সবুজের দেশ এর সেমনা রাততিলা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে গণমুক্তি’র মেরাজ হোসেন, ক্রীড়া সম্পাদক পদে প্রথম সুর্যোদয়ের শাকিল আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে শিরোমনি’র জোবায়েদ হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে ঢাকা পোস্টের আরমান হোসেন রুমন, আমার সংবাদের বরুণ মজুমদার, এশিয়ান টেলিভিশনের মোখলেছুর রহমান, মানবজমিনের সাখাওয়াত হোসেন, আজকের বসুন্ধরার আক্কাস আলী, ভোরের ডাকে’র আমিনুর রহমান, প্রতিদিনের সংবাদের তপন সরকার, ঢাকা প্রতিদিনের আবু হেনা, মুক্ত সকালের গোলাম মাওলা এবং ইত্তেফাকের হাফিজার রহমানের নাম রয়েছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.