নওগাঁ পত্নীতলাতয় ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও ধর্মঘট এখনো অব্যাহত রেখেছেন |

৩৭

 

মির্জা তুষার আহমেদ, রাজশাহী।

নওগাঁর পত্নীতলাতয় ৪ দফা দাবিতে ‘ম্যাটস’ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ধর্মঘট করেছে
গত মাসের ২২ আগস্ট থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীরা এ ধর্মঘট চালিয়ে আসছেন। প্রতি দিনের মতো আজ ও তারা তাদের ৪ দফা দাবিতে ধর্মঘট চলমান রাখেন। শিক্ষার্থীরা ”

আন্দোলন চলমান রাখার ফলে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে । আন্দোলনরত শিক্ষার্থী রায়হান কবীর বলেন, তাদের দাবি যৌতিক। এবং এই দাবি মানলে কারো ক্ষতি হবেনা বরং দাবিগুলো মানলে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ম্যাটস্ শিক্ষার্থীরা। তিনি আরো বলেন, তাদের দাবি না মেনে নেওয়া হলে পর্যায়ক্রমে আরো কঠোর আন্দোলনে যাবার কঠোর হুশিয়ারী দেন ।

ক্যাম্পাস থেকে নজিপুর সড়ক ও গোল চত্বর বাসস্টান্ড প্রদক্ষিণ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের সামনে” বিক্ষোভ ও আন্দোলন মাধ্যমে তাদের ৪দফা দাবি তুলে ধরেন আন্দোলন কমিনিটির সিনিয়র সংগঠক রায়হান কবীর, নওগাঁ ম্যাটস শাখা।

১। ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ন কোর্স কারিকুলাম সংশোধন
২।এল্যাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে সতন্ত্র বোর্ড করা।
৩। কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ
৪।বঙ্গবন্ধু ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা।

তাদের ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলিয়ে যাবেন বলেই জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.