দিন পেছাল ঢাবির বিশেষ সমাবর্তনের

৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিনিধিঃ

বিশেষ সমাবর্তনের দিনক্ষণ পেছানো হয়েছে।আগামী ২৬ শে অক্টোবর বিশেষ এই সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান,আগামী ২৯শে অক্টোবর বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে এই বিশেষ সমাবর্তনটি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার বলেন,প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসা একটি চিঠিতে ২৯শে অক্টোবর সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন জানিয়েছেন। তারিখ পরিবর্তন হওয়াতে রাষ্ট্রপতির অনুমতির জন্য স্মারক পাঠানো হয়েছে।

সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধুর পক্ষে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি গ্রহণ করবেন তার কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.