ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮২০, মৃত্যু ২

১১

আল-মামুন
বারোবাজার, (ঝিনাইদহ) প্রতিনিধি।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। একই সময়ে আরও ৮২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬৭ জন মারা গেলেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৫০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭২৯ জন ঢাকা বিভাগের বাইরের।
এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ১১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

0% LikesVS
100% Dislikes
Leave A Reply

Your email address will not be published.