ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে…

২৭

মোহাম্মদ আবদুল্লাহ, কক্সবাজার।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই আনন্দকে আরো কয়েকগুণ বাড়িয়ে তুলতে পর্যটকেরা ভিড় করছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।
ঈদুল আজহাকে উপেক্ষা করে শুক্রবার (৩০শে জুন) বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো সমুদ্র সৈকত। সরকারি ছুটির দিন থাকায় ঈদ আনন্দ’কে ভাগাভাগি করে নিতে কেউ এসেছে পরিবার – পরিজন নিয়ে, কেউ বন্ধু-বান্ধব নিয়ে আবার কেউ এসেছেন পছন্দের প্রিয় মানুষটির হাত ধরে। সমুদ্রে নোনা জলে গা ভাসানো থেকে শুরু করে কেউ চড়ছে ঘোড়ার পিঠে আবার কেউ চড়ছে বীচ বাইক/ওয়াটার বাইকে, তুলছেন ছবিও। ভ্রমণ পিপাসুদের স্নান নিরাপত্তায় সতর্ক রয়েছে কোস্ট গার্ড। দেশি-বিদেশি পর্যটকদের ভিড় করতে দেখা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতসহ দরিয়া-নগর, হিমছড়ি ঝর্ণা, ইনানী সমুদ্র সৈকত, পাথর রানী সী-বীচ নামে বিখ্যাত পটুয়ারটেকসহ বেশ কয়েকটি বিনোদন স্পটে। একজন পর্যটকের সঙ্গে কথা বললে তিনি বলেন, সারাবছর কর্ম ব্যস্ততা থাকে। ঢাকা শহরের জানজট থেকে নিজেকে একটু সস্তি দিতে প্রতিবছর ছুটে আসা হয় মুক্ত আকাশের নিচে প্রকৃতির সৌন্দর্যে সজ্জিত পর্যটন নগরী কক্সবাজারে। পর্যটকদের নিরাপত্তায় সর্বদা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.