গ্রীন লাইফ হসপিটালের প্রধান উপদেষ্টা মোঃতাজুল ইসলামের অভিনব প্রতারণা

৯৩

নোয়াখালী প্রতিনিধিঃ

গ্রীন লাইফ হসপিটালের প্রধান উপদেষ্টা মোঃতাজুল ইসলাম পিতাঃ মৃত মুজিবুল হক এর বিরুদ্ধে হসপিটালের নানান অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি প্রতিষ্ঠানের কোন শেয়ার হোল্ডার বা পার্টনার না হয়েও নিয়মবর্হিভুত প্রধান উপদেষ্টা হয়ে সকল শেয়ার হোল্ডার থেকে টাকা গ্রহণ করেন এবং ব্যাংক একাউন্ট খোলেন (পূবালী ব্যাংক,হসপিটাল রোড়,মাইজদী কোর্ট, নোয়াখালী, একাউন্ট নং ৬২২২৮)।তাহার প্রতারণা বুঝতে পেরে একজন শেয়ার হোল্ডার ১৯/০৮/২২ ইং তারিখ শেয়ার উত্তলনের আবেদন করেন এবং ২১/০৮/২২ ইং তারিখ উকিল নোটিশ প্রেরন করেন।তাহার উকিল নোটিশের খবর জানতে পেরে তিনি প্রধান ও একাউন্ট থেকে অব্যাহতি নেন।অনিয়ম ও প্রতারণার কারনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) সজল কুমার দাস ২৯/০৬/২২ ইং তারিখ অব্যাহতি নেন।গত ০৬/১০/২২ ইং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সিভিল সার্জন অফিস,নোয়াখালী তে লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার ০৩(তিন) দিনের মধ্যে অভিযোগ কারির শেয়ার ও লভ্যাংশের পরিশোধ করে ও মালিকগনের তালিকা(রোটারী পাবলিক সমন্বিত) দাখিল করতে নির্দেশ প্রদান করেন।এখানেও তিনি প্রতারণার আশ্রয় গ্রহন করে।প্রতিষ্ঠানের উল্যেখযোগ্য শেয়ার হোল্ডারদের সাথে কোন পরামর্শ ও কোন কিছু না জানিয়ে একটি নোটারিকৃত তালিকা প্রদান করেন এবং অভিযোগ কারির বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন করেন নি।যাহা রাষ্ট্রিয় আইন লঙ্ঘন এবং শাস্তি যোগ্য অপরাধ।উল্যেখ্য উক্ত প্রতিষ্ঠানটি ইসলামিয়া হসপিটাল নামে ছিল।অনিয়ম ও দুর্নিতির কারনে সিলগালা করা হয়েছিল এবং একরামুল মোমেনিন বরকত ও শিব্বির আহমেদ কে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল।অভিযোগ কারিদের দাবি এসব প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহনের দাবি জানান।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.