গাজীপুর-৫ থেকে মনোনয়ন তুলেছেন ট্রান্সজেন্ডার উর্মি ।

৩১

 

গাজীপুর জেলা প্রতিনিধি ,জাকারিয়া আল ফয়সাল ।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৫ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন ট্রান্সজেন্ডার উর্মি। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) উর্মি নিজেই এতথ্য জানিয়েছেন।

গাজীপুর সদর উপজেলার পূবাইল বাড়ইবাড়ি এলাকার ফাইজ উদ্দিনের সন্তান উর্মি।

উর্মি বলেন, গত ১৯ নভেম্বর গাজীপুর জেলা রিটার্নিং কার্যালয় থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছি। আগামীকাল বুধবার আমি মনোনয়নপত্র জমা দেবো। এখন আমি কাগজপত্র ঠিক করছি। আমি সবার কাছে দোয়া চাই।

গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। এই আসনে গণফোরাম প্রার্থী মো. সোহেল মিয়া এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আল আমিন দেওয়ান মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

এছাড়াও, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুউজ্জামান স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.