ঈদগড়ের লাউ সরবরাহ হচ্ছে বিভিন্ন হাট বাজারে ।

১৪

 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও, কক্সবাজার।কক্সবাজারের ঈদগড় থেকে লাউ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে। প্রতিদিনই সরবরাহ করা হচ্ছে এসব লাউ।

ঈদগড়ের ঠান্ডা ঝিরি, হাসনাকাটা, চর পাড়া, বরইচর,বার্মা পাড়াসহ আরো বিভিন্ন এলাকায় ব্যাপকহারে চাষিরা লাউয়ের চাষ করেছেন। তারা এলাকার চাহিদা মিটিয়ে বাকি লাউ গুলো পাইকারী দরে বিক্রি করছেন বলে জানান বড়বিল চর পাড়ার লাউ চাষি মোকতার আহমদ ও রাশেল। এলাকার লাউ চাষিরা এখন মহাখুশিতে।

অপরদিকে ঈদগড় থেকে লাউ ক্রয় করে দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি করে খুবই লাভবান হচ্ছে বলে জানান ব্যবসায়ী মোজাহের আহমদ।

তিনি বিগত কয়েক বছর ধরে ঈদগড় থেকে বিভিন্ন সবজি ক্রয় করে দূর- দূরান্তের হাট বাজারে বিক্রি করে আসছে।

শুধু মোজাহের নয়। আরো অনেকেই লাউ সহ নানা সবজি ঈদগড় থেকে ক্রয় করে অন্য হাট বাজারে বিক্রি করে নিজেদের সংসারের খরচ যোগাচ্ছেন।

বিশেষ করে প্রতি শুক্রবার ও সোমবার বিভিন্ন এলাকা থেকে সবজি কিনতে ঈদগড়ে আসেন পাইকারি ব্যবসায়ীরা।

এলাকার চাহিদা মিটিয়ে বাহিরে সরবরাহ করার পরও অনেক সবজি হিমাগার না থাকায় পঁচে যায়। তাই ঈদগড়ে হিমাগার স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় চাষিরা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.