Monday, 13 October 2025, 09:34 PM

বিরোধীরা এখন ইতিহাস: শিবির সভাপতি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা | দৈনিক সাহসী কন্ঠ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “ছাত্রশিবিরের বিরোধিতা যারা করেছিল, তারা আজ ইতিহাসে পরিণত হয়েছে। অনেকে নিষিদ্ধও হয়ে গেছে। কিন্তু তাদের প্ররোচনায় পড়ে একটি শ্রেণি এখনো ছাত্রশিবিরের বিরুদ্ধে বিরোধিতা করছে এবং আগের মতোই ‘ট্যাগ’ দেওয়ার চেষ্টা করছে।”

সোমবার সাতক্ষীরা সরকারি কলেজে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, “আমরা তাদের জন্য দোয়া করি, যেন তারা সত্য উপলব্ধি করতে পারে।”

তিনি বলেন, “যারা ১৫ বছর ধরে দেশপ্রেমের কথা বলেছে, তারা দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, খুন ও গুমের রাজনীতি করেছে। ছাত্রশিবির এমন দেশপ্রেমিক চায় না। আমরা এমন দেশপ্রেমিক তৈরি করতে চাই, যারা অন্যায়, জুলুম ও লুটপাটমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।”

ছাত্রশিবিরকে ‘নারী বিদ্বেষী’ হিসেবে উপস্থাপনের প্রচেষ্টাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়ে তিনি বলেন, “ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এবং ছাত্রশিবিরও ইসলামের এই মূল্যবোধে বিশ্বাস করে।”

ধন্যবাদ।