সারা বিশ্বেই পুঁজিবাজার গত সপ্তাহে বেশ চাঙা ছিল। গত বছরের নভেম্বর মাসের পর এই সপ্তাহটা ছিল সবচেয়ে চাঙা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা দূর হয়ে যাওয়ায় সারা বিশ্বের পুঁজিবাজারে গতি এসেছে।
আগের মাসে পুঁজিবাজারের অবস্থা ভালো ছিল না। সূচক ছিল নিম্নমুখী। এই ঘুরে দাঁড়ানোর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিবাচক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব আছে। দেশটিতে মূল্যস্ফীতির হার কমছে এবং মানুষও কেনাকাটায় ব্যয় করছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমসের।
মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ সূচক গত সপ্তাহে ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষ দিনে সূচক বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। এর মধ্য দিয়ে টানা চার সপ্তাহ পর এই সূচক পতনের ধারা থেকে বেরিয়ে এসেছে।
Login To Leave a Comment