কয়েক বছর ধরেই চর্চায় শাহরুখ খান। ২০২৩ সালের আগপর্যন্ত এই বলিউড তারকার ব্যর্থতা নিয়ে চর্চা চলত। গত বছর টানা তিনটি হিট সিনেমা দেওয়ার পর এখন তাঁর সাফল্য নিয়ে কথা হচ্ছে। তবে সাফল্য বা ব্যর্থতা নিয়ে আগে সংবাদমাধ্যমে মুখ খোলেননি অভিনেতা। দীর্ঘ বিরতির পর ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় অভিনেতা। সেখানে জানিয়েছেন তাঁর প্রাত্যহিক রুটিনসহ অনেক কিছুই।
এই সাক্ষাৎকারে শাহরুখ জানান, ভোর পাঁচটায় আসলে তাঁর ‘রাত’ হয়; কারণ, তখনই ঘুমাতে যান তিনি। আবার উঠে পড়েন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে।
৫৫ বছর বয়সে আমি একবার বিশ্রাম নিয়েছিলাম। আর সেটা মহামারির সময়; কারণ, আমার আর কিছু করার ছিল না। আমি সবাইকে বলছিলাম, ইতালিয়ান রান্না শিখুন আর শরীর চর্চা করুন। তখন আমি ওয়ার্কআউট করেছিলাম। একটা বডি বানিয়েছি। চার বছর পর মানুষ আমাকে মিস (অভাব বোধ করা) করতে শুরু করলেন। তার আগে আমার কথা লোকজন খুব বেশি বলতেন না।
Login To Leave a Comment