মিখাইল গর্বাচেভ যখন সোভিয়েত ইউনিয়নকে অখণ্ড অবস্থায় ধরে রাখতে সংগ্রাম করছিলেন, তখনই কমিউনিস্ট পার্টির কট্টরপন্থী অংশ অভ্যুত্থানের চেষ্টা চালায়। এর কয়েক মাসের মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়ন।
সোভিয়েত ইউনিয়ন তখন পতনের দিকে এগোচ্ছিল। এরপরও যতদূর সম্ভব তা ধরে রাখার চেষ্টা করছিলেন শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। কিন্তু এর মধ্যেই এল বড় ধাক্কা। তাঁর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে ১৯৯১ সালের ১৯ আগস্ট সেনা অভ্যুত্থান করে বসে কমিউনিস্ট পার্টিরই একটি অংশ।
শেষ পর্যন্ত জনতার প্রতিরোধের মুখে মাত্র তিন দিনের মাথায় ব্যর্থ হয় অভ্যুত্থানের চেষ্টা। কিন্তু এই ধাক্কাতেই যা হওয়ার হয়ে যায়। ক্ষমতার কেন্দ্র থেকে ছিটকে যান গর্বাচেভ। কয়েক মাসের মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়ে প্রায় ৭০ বছর ধরে এশিয়া ও পূর্ব ইউরোপে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা সোভিয়েত ইউনিয়ন।
বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন গর্বাচেভ। ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের সংস্কারে হাত দেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। রাজনৈতিক প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা। কিন্তু তাঁর এই প্রচেষ্টার মধ্যেই