তজুমদ্দিনে প্রতারনার দায়ে দুই বীমা কর্মকর্তা আটক

 

সাগর দত্ত
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দুই বীমা কর্মকর্তাকে প্রতারনার অভিযোগে আটক করেছে পুলিশ। রবিবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়।
অভিযোগ সুত্রে জানা গেছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইসলামী একক ডিপিএস এরিয়া ম্যানেজার যোবায়ের হোসেন জাবের ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম শান্ত যোগসাজশে ১০৫ জন গ্রাহকের চার লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় আব্বাসউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করেন।
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ঢাকা প্রধান কার্যালয়ের এ্যাসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট লোকমান হোসেন জানান, বীমা নীতিমালা অনুযায়ী গ্রাহকের অধিকার নিশ্চিত করে মাঠ পর্যায় কাজ করার নির্দেশনা রয়েছে। কারো অপরাধের দায় কোম্পানি নিবে না।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, প্রতারনা মূলক অর্থ আত্মসাৎ মামলায় দ-বিধি ৪০৬/৪২০/৩৪/৫০৬ ধারায় দুইজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা নং ০৪, তারিখ ১০-০৬-২০২১।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment