হঠাৎ ঘন কুয়াশার আগমন জামালপুরে

মেহেদী হাসান, জেলা প্রতিনিধি, জামালপুরঃ

শীত চলে গেছে অনেক আগেই, শীতের তীব্রতা কমে ফাল্গুনের পরশে বসন্তের আগমন ঘটেছে এবং চলেও গেছে। বৈশাখের মাঝামাঝি এসে জামালপুরের প্রকৃতিতে হঠাৎ শীতের আমেজে কুয়াশার চাঁদর মোড়ানো সকাল দেখে অনেকেই কিছুটা বিস্মিত হয়েছেন।

আজ শুক্রবার জামালপুর জেলার, বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি, ইসলাম ও জামালপুর সদর উপজেলা সহ আশে পাশে বেশ কয়েকটি এলাকা জুড়ে ভোর থেকে ঘন কুয়াশায় মোড়ানো রয়েছে চারপাশ। ভোর থেকে অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশার রাজত্ব থাকায় সব ধরনের যানবাহন চলতে হচ্ছে হেডলাইটের আলো জ্বালিয়ে।

স্থানীয় একালাবাসি অনেকেই জানান, একটু দূরের বস্তুও ঠিক ঠাক দেখা যাচ্ছে না। তবে ঘন কুয়াশা পড়লেও শীতের তীব্রতা তেমন নেই। অনেকের মতে অসহনীয় গরমে হঠাৎ ঘন কুয়াশায় আলতু পরশ স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটছে।

কেননা গত কয়েক দিন ধরে বৃষ্টির বদলে প্রচন্ড গরমের তাপদাহ আরা ধুলিকণার ঘুর্ণি বাতাস মানব জিবন যেন অতিষ্ঠ হয়ে উঠেছিল। যেখানে সচারাচর তাপমাত্রা ৩৬/৩৭° ডিগ্রি সেলসিয়াস থাকে আজ তাপমাত্রায় নেমে দাড়িয়েছে ২৩° ডিগ্রি তে।

পবিত্র মাহে রমজান মাসে এ যেন সৃষ্টি কর্তার অশেষ রহমত বয়ে এনেছে। বলতে গেলে কুয়াশার চাদরে ঢাকা পড়া জামালপুর কে অনেকেই উপভোগ করেছেন অন্য রকমভাবে।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment