স্নিগ্ধা !

মোঃ সজীব হোসাইন

হাজার বছর পরে স্নিগ্ধ রজনী গন্ধার সুগন্ধ,
মায়াবী ঢকে কোমলতার স্পর্শে আমি স্নিগ্ধ।
সব কিছু ছাড়িয়ে সবার শীর্ষে সবার সেরা,
এ যেন একঝাঁক লাল গোলাপের তোরা।
বয়সের ক্লান্তিলগ্নে পরশে অমৃত শিহরণ,
এ তো অন্য রকম অনুভূতি নব জাগরণ।
স্নিগ্ধ ফুলের সুবাস বাতাসে উড়ে যেতে পারেনা,
চিরকালের জন্য অন্তরবন্ধি রাখবো ভাবনা।
এই সুগন্ধি কি চাঁদের দেশে যাবে উড়ে?
আমায় পাবে চন্দ্রিমা রজনীর শীতল ভোরে।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment