মাগুরাতে কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরায় চলছে উৎসবের আমেজ । 

য়সাল হোসেন, স্টাফ রিপোটার, মাগুরা।প্রতিমা ও মণ্ডপ ঘিরে সাজসজ্জায় ব্যস্ত নির্মাণ শিল্পিরা, মাগুরাতে কাত্যায়নী পূজা উপলক্ষে চলছে বিশেষ আয়োজন ।

দীর্ঘ সময় ধরে চলে আসা কাঁত্যায়নী পূজার উৎপত্তি শুরু হয়েছিল পৌরসভার ৬নং ওয়ার্ড পারনান্দুয়ালী গ্রামের সতীশ মাঝির বাড়িথেকে সময়ের ব্যবধানে সনাতন ধর্মের এ আয়োজন রূপ নিয়েছে বিশাল আকারে।

বিশেষ এই আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে সমাগম হচ্ছে লোকেদের। দূর্গা পূজার একমাস পর থেকেই প্রস্তুতি চলে এই পূজার আয়োজন  ।

এ আয়োজনকে উদ্দেশ্য করেই করেই গরে ওঠে বিশাল মেলা যা মাসব্যাপী চলমান থাকে। আলোকসজ্জা রকমারি প্রতিমার আয়োজন সহ ভিন্ন রকম সাউণ্ড সিষ্টেমে বাজানো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হচ্ছে কাত্যায়নী উৎসব।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment