দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ছাত্রলীগ নেতাসহ আহত ৫, ককটেল বিস্ফোরণ।

আব্দুল ওয়াহাব ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি । চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা পরিষদের সামনে চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ও হুমায়ন রেজার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা চলাকালে গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে চেয়ারম্যান প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা আশরাফুল ইসলাম ও জেলা আওয়ামী সহ-সভাপতি হুমায়ুন রেজার সমর্থকদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারীসহ দুই জন গুরুতর ও অন্তত ৫ জন আহত হয়েছে। গুরুতর তাদেরকে উদ্বার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে পরবর্তীতে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

জানা যায়, সন্ধ্যার পর থেকেই ফলাফল পরিবেশন কেন্দ্রের সামনে অবস্থান নেয় দুই চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ও হুমায়ন রেজার কর্মী-সমর্থকরা। এসময় একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় পুলিশ, র‍্যাব, বিজিবির সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এবিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment