নওগাঁয় রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন ফুলের চারা রোপণ করেন খাদ্য মন্ত্রী

 

ব্যুরো প্রধান রাজশাহী: নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলে বৃক্ষ রোপণ করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

সোমবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের রাস্তার ধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, সোনালু সহ বিভিন্ন শোভাবর্ধক গাছের চারা রোপণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের সৌন্দর্য বর্ধন পর্যটকদের ছায়ার ব্যবস্থা ও পাখিদের অভয়াশ্রম সৃষ্টির উদ্দেশ্যে শোভিত কানন নামে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহণ করেছে সাপাহার উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, বিলের ধারে এই গাছ বড় হলে নানা রঙের ফুলে ছেয়ে যাবে বিল পাড় যা পর্যটকদের আকৃষ্ট করবে। এ গাছগুলো স্থানীয় ও পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল হবে। এছাড়া পর্যটকদের ছায়াও দেবে গাছগুলো।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ইউপি চেয়ায়াম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment