তোমাকেই মনে পড়ে

লেখক: মুহাম্মদ জহিরুল ইসলাম।

চোখে তো দেখি না,শুধু টের পাই
অনুভবে তুমি আছো,আর কেউ নাই।
ধনে-গুণে বড় তুমি, তুমি মহীয়ান
মরা গাছেও ফুটাও ফুল,তুমি গরীয়ান।

আমি বড় পাপী, বুকে আজ অসহ জ্বালা
কী আছে দেবার, আছে শুধু পাপের বোঝা।
মিনতি করি আমি,মিটিয়ে দাও একটু পরশে
মরা হ্নদয়ের এই পাপের বোঝা।

হঠাৎ টের পাই বুকের পাঁজরে
বাঁ-দিকের একটু তলে,
তুমি প্রভু রহমান, আচানক এসেছো আজ
আমি দীন-হীন এক মিসকীনের ঘরে।

তুমি এত কাছে এলে,এত কিছু দিলে
তবুও কেন যে আজ অশ্রু ঝড়ে!
মোরে যাবে না তো ভুলে, তবে কে টানিবে কাছে?
আজি এই মহাসংকট কালে,
তোমাকেই মনে পড়ে।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment