জেলার অভ্যন্তরে নির্দেশনা মেনে চলছে গণপরিবহন

মো:মেহেদী হাসান আশিক,ডেস্ক রিপোর্ট: করোনার দ্বিতীয় ঢেউ রুখতে গত ১৪ এপ্রিল থেকে থেকে টানা ২২ দিন বন্ধ থাকার পর আজ ৬ই মে থেকে জেলার অভ্যন্তরে চলছে গণপরিবহন।
হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমন দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার ফলে গত ১৪ই এপ্রিল থেকে লকডাউন চলমান থাকায় গণপরিবহন বন্ধ আছে। ঈদ কে সামনে রেখে চলমান লকডাউনের সময়সীমা আগামী ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে দূরপাল্লার গণপরিবহন,লঞ্চ ও ট্রেন চলাচলে রয়েছে নিষেধ।

সরকারি সিদ্ধান্ত অনুসারে, সড়ক পরিবহন মালিক সমিতি আজ ৬ মে ভোর থেকে রাজধানী ঢাকা সহ সব জেলায় বাস চালুর ঘোষণা দেয়। তবে বন্ধ থাকছে আন্তজেলা গণপরিবহন।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment