চট্টগ্রামে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের (এমএএফ) এর উদ্যোগে সিটিজেন চার্টার স্থাপন।

স্টাফ রিপোর্টার।মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম-এমএএফ একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী রাজনৈতিক ফোরাম যা বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতাকর্মীদের নিয়ে গঠিত। ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল বাস্তবায়িত ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় দলগুলোর পলিটিক্যাল ফেলো ও মাস্টার ট্রেইনারদের সমন্বয়ে এমএএফ চট্টগ্রাম ইউনিট পরিচালিত হচ্ছে। এমএএফ চট্টগ্রাম এর অ্যাডভোকেসী কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের জনগন যাতে সহজে আরো সেবা পেতে পারে এবং সেবা পাওয়ার ক্ষেত্রে যাতে কোন রকম আর্থিক বিড়ম্বনার সম্মূখীন না হয় তারই প্রেক্ষিতে চট্টগ্রাম লালদিঘী পাড়স্থ ৩২ নং ওয়ার্ড কার্যালয়ে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের (এমএএফ) উদ্যোগে ও অর্থায়নে সিটিজেন চার্টার স্থাপন করা হয়। এর পূর্বে ডিআই এর তরুণ ফেলো জিয়াউল হক সোহেল এর নেতৃত্বে সিটি কর্পোরেশনের কাউন্সিলর এর কাছে অ্যাডভোকেসী কার্যক্রম পরিচালনা করা হয় তারই একটি সফল কার্যক্রম সিটিজেন চার্টার স্থাপন, যার সার্বিক সহযোগিতায় ছিল মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম (এমএএফ),চট্টগ্রাম ।

সিটিজেন চার্টার স্থাপন কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশান এর ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী,এমএএফ সদস্য মাহমুদুর রহমান মান্না, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার সদরুল আমিন, রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান ।

 

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment