কবিতা: তবুও ভালো থাকতে হয়

লেখক: সাগর হাসান মুক্তার।

কখনো কখনো ভালো না থাকলেও
ভালো থাকতে হয়!
কারো কথা সারাক্ষণ মনে পড়লেও,
ভুলে থাকতে হয়!

হাসি না আসলেও,
জোর করে হাসতে হয়!
তাছাড়া আর কিইবা করার আছে?
জীবন কারো জন্য থেমে থাকে না।
জীবন চলে যাবে তার নিজের নিয়মে,
ভাঙা আর গড়ার মধ্যে দিয়ে চলে যাবে,
সময় আর সময়ের ভেতর দিয়ে চলে যাবে।

তাই যদিও আমার এখন ভালো থাকার কথা নয়,
তবুও ভালো থাকতে হয়।

কারন এমন কালবৈশাখীর পর,
ভাঙাচোরার খেলা,
তবুও ভালো থাকতে হয়।
যদিও ভালো থাকার কোনো কারণ নেই,
কোনো অবলম্বন নেই,
তবুও ভালো থাকতে হয়।

এই ভালো থাকা আর মন্দ থাকার মধ্যে কোন পার্থক্য নেই,
এই ভালো থাকা না থাকায় কারো কিছু যায় আসেনা।
তবুও ভালো থাকতে হয়,
ভালো থাকার অভিনয় করতে হয়,
সমাজের দিকে তাকিয়ে,
তবুও ভাল থাকতে হয়।

ভালো থাকার চেষ্টা করতে হয়,
বেঁচে থাকার জন্যেই ভালো থাকতে হয়।
বুকের ভেতরে ঝলসানো এক ক্ষত,
চোখের ভেতরে কষ্টের কালো মেঘ,
আর হৃদয়ের গভীরে হারানোর আহাজারি।

তারপরেও কি কেউ ভালো থাকতে পারে?
কিভাবে পারে?আর যদিও পারে,
তাকে কি ভালো থাকা বলা যায়?

তবুও পারতে হয়,
তবুও ভালো থাকতে হয়,
অসহ্য এক ভালো থাকতে হয়।

যদি তুমি জানতে চাও, কেমন আছি?
“ভালো আছি” অন্তত তোমাকে এটুকু বলার জন্য
ভালো থাকতে হয়।

যদিও এটা ভালো থাকা নয়,
তবুও ভালো থাকতে হয়।

50% LikesVS
50% Dislikes
কবিতাতবুও ভাল থাকতে হয়
Comments (০)
Add Comment