কবিতার কথা

কবি মোঃ সাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

নিদ নেই,নিদ নেই, কবিতা,
আকাশটাকে সাদা কাগজ করে,
আমি লিখব তোমার কথা৷
অন্তরে মগজে আস যখন তুমি,
উল্লাসিত,উদ্ভাসিত হই আমি৷
বুকের জমিন উজার করে দিব,
তুমি চিরকালই হয়ে থাকবে আমার রবি৷

আকাশটাকে সাদা কাগজ করে,
আমি লিখব তোমার কথা,
ও আমার কবিতা৷
তুমি আমার বাগানে ফুল হয়ে ফোট,
হাসনাহেনা,রজনীগন্ধা আরও গোলাপ৷

জোনাক জ্বলা রাতে জোনাকিদের মত ছোটো,
আমার সাথে সঙ্গোপনে করো কত আলাপ৷

পরীদের মত তোমার সাজগোজ,

আমি ছাড়া কেউ রাখে না তোমার খোঁজ,
বাদলের দিনে কত গান গাও,
তুমি চৈতালি দুপুরেও হাওয়া চড়াও৷

নদীর টলমল ঢেউ,
দেখছ নাকি কেউ?
আছে সবি কবিতায়,
আকাশটাকে সাদা কাগজ করে লিখবো,
আমি কবিতার কথায়৷

দুঃখ বেদনায় কবিতা,
আদর স্নেহ মায়া মমতায় ও কবিতা৷

বুক ভাঙা বিরহ,
তুমি,কবিতা আসো অহরহ৷

কখনো আস বিদ্রোহী হয়ে,
কখনো মায়াজাল বাঁধো হ্নদয়ে৷

কখনো কাছে বসে গুছিয়ে বলো,
কখনো এলোমেলো,
এলো কেশেই চলো৷
তুমি গ্রীষ্ম—বর্ষা শরতে আস,
হেমন্ত শীত বসন্তকে বুঝি বেশি ভালবাস?

তুমি বার মাসই আমার কাছে এসো,
আমার পাশাপাশি থেকে আমায় ভালোবাসো৷

আমার কাছে এসো কবিতা,
আকাশটাকে সাদা কাগজ করে লিখবো,
কবিতা তোমার কথা৷

ও আমার কবিতা৷

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment