আমার কলম…

কবিঃমোঃ সজীব হোসাইন।

আমার কলম আমার পকেটেই শুভনীয়,
ধরায় সকল পকেট তার নিষিদ্ধ শুচনীয়।
ক্ষমতায় তুলিলে সে কলম পকেটে,
গজবে ধ্বংস হয়ে পাহাড় যাবে ফোটে।
কলমের লেখা সুযোগে করিলে চুরি,
স্রষ্টা বিনে নাই আরজি, ডুবিবে তার তরী।
কালাচাঁন দেখতে বিশ্রী রংটা কালো,
আমার কলম আমার কাছে ভালো।
কলমের থাকিলে হাত অন্যের হতে মালিকানা,
খাতা-কাগজ অনন্তকালেও কপালে মিলবেনা।
আমার কলম আমার পকেটেই শুভনীয়,
ধরায় সকল পকেট তার নিষিদ্ধ শুচনীয়।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment