অবশেষে দেশে এসে পৌছেছে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা।

মোঃআল-আমিন,ডেস্ক রিপোর্ট: দেশে করোনা মহামারী সংক্রমন ঠেকাতে চলছে জোরেশোরে তৎপরতা।প্রথমবারের মত বৈশ্বিক টিকাজট কো-ভ্যাক্স থেকে দেশে এলো ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনার টিকা।

গতকাল সোমবার রাত ১১ঃ০৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় টিকাবহনকারী বিমান।এমিরেটস এয়ারলাইনস এর একটি বিমানে উক্ত টিকা আনা হয়।

পরে উক্ত টিকা বিমান থেকে নামিয়ে একটি ফ্রিজিং ভ্যানে করে নিয়ে যাওয়া হয় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই সংরক্ষনাগারে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান এই টিকা -৯০ ডিগ্রি থেকে -৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষন করা হবে।৬ মাস মেয়াদি এই টিকা ধাপে ধাপে দেশের নাগরিকদের দেয়া হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment