হোক সেটা গ্রাম বা শহর দিতে হবে কর !

 

জিয়ারুল ইসলাম জিয়া

আপনি বাড়ি করবেন?
২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে নকশা অনুমোদন ও বাড়ি নির্মাণে টিআইএন নাম্বার বা কর সনাক্ত করণ নম্বর নিতে হবে বাধ্যতামূলক। অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এ বিধান আরোপ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল
যে কোন ধরনের সমিতি অর্থাৎ গ্রামের বাজারে বা একাধিক ব্যক্তি নিয়ে সমবায় সমিতি করলেও সে জন্য ও টিআইএন নম্বর বা কর নম্বর সহ নিবন্ধন নিতে হবে।
অর্থাৎ শহরের ন্যায় গ্রামেও কর দিতে বাধ্য থাকিবে হত দরিদ্র গ্রামের মানুষ।

৬ লক্ষ ৩ হাজার ৬৮১ কোটি টাকা এবারের বাজেট বরাদ্দ করেছে এতে ২ লক্ষ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা ঘাটতি রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বা রেকড পরিমাণ ঘাটতি হচ্ছে এই বাজেটে।

100% LikesVS
0% Dislikes
Comments (২)
Add Comment
  • Md. Kuddus Mia

    গ্রামে যখন কর নির্ধারণ করছে, তখন গ্রামের উন্নয়নের চাকা তো ঘুরছে না।।
    গ্রামের রাস্তাঘাট দেখলে বুঝা যাচ্ছে উন্নয়নের ছোয়া গ্রামে বিন্দুমাত্র নেই। যতটুকু বাজেট হচ্ছে তার সবটুকুই গিলে খাচ্ছে রাঘব বোয়ালেরা।

    • Editor

      সঠিক বলেছেন।