হালদা নদীতে মা মাছেরা নমুনা ডিম ছেড়েছে

হাটহাজারী প্রতিনিধি,মুহাম্মদ নাছির উদ্দিন: দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৎস্য হেরিটেজ হালদা নদীতে গত রাত থেকে এখনো পর্যন্ত নমুনা ডিম ছেড়েছে মা মাছ। এ থেকে আশা করা যায় বিরুপ আবহাওয়া জনিত পরিবেশে তথা ভাটার সময়েই প্রকৃত ভাবেই ডিমের দেখা পেতে পারেন সেই আশা ভরসা কামনা করে বর্তমানে প্রতিবেদন তৈরীর সময়েও হালদা নদীর গড়দুয়ারা নয়াহাট সংলগ্ন স্থান থেকে সিপাহি ঘাট পর্যন্ত প্রায় ষাট থেকে আশিটিরও অধিক নৌকা, হালদা নদীর তীরবর্তী স্থানে নোঙ্গর করে ডিম সংগ্রহ করার লক্ষে নদীতে জাল ফেলতে সরেজমিনে দেখা গেছে।

ডিম সংগ্রহ কে কেন্দ্র করে, নমুনা ডিম পেয়ে এসময়ে সকলের চোখে মুখে ছিলো হাসির রেখা। কারোর মধ্যে ছিলো তীব্র সময়েই জাল ফেলে অধীর আগ্রহে বসে থাকার বিরক্তির স্পষ্ট ছাপ! তবুও তারা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় বসে আছেন নদী ও পাড়ের আশেপাশে। এই ছিলো এখনকার সময়ে হালদা নদীর সর্বশেষ আপডেট।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment