সৎকর্ম পরপারের সঙ্গী

কবি মোঃ সাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

পরপারের ঠিকানায় সবাই একা,
কেউ কারও নয়,
পার্থিব জীবনের সৎ কর্ম,
একমাত্র সঙ্গী হয়ে রয়৷

দেহ থেকে প্রান গেলে হয় নিথর,
পরপারের পয়লা ধাপ কবর,
আপন জন একা একা রেখে চলে আসে সবে,
কেমন থাকিব সেথায় রাখে কি কেউ খবর?

কবরের আজাব সবচেয়ে ভয়াবহ,
নেককারের জন্য জান্নাতের বাগান,বদকারের জন্য জাহান্নামে গর্ত,
পার্থিব জীবনে যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে,
মুক্তির জন্য শুধুই সৎ কর্ম শর্ত৷

কবরে দাউ দাউ করে জ্বলবে আগুন,
সর্প করিবে দংশন যার চক্ষু আগুন নখর লোহার,
মাটি চাপায় এক পাশের হাড় ঢুকবে অপর পাশে,
পার্থিব জীবনের সৎ কর্ম বিনে কেউ থাকবে না তখন পাশে দাঁড়াবার”৷

ও মানুষ ও বন্ধু হিসেব হবে অন্তরের, দেহখানি অবুজ,
কবরে রাখ, পুঁড়ে ফেল,দেওনাগো তাকে জলে ভাসিয়ে,
পুনঃ জন্মিয়ে হিসেব নিবে পুঙ্খানুপুঙ্খ,
সৎ কর্ম বিনে, অনন্তকাাল রাখবে জাহান্নামের আগুনে জ্বালিয়ে৷

পরপারের পয়লা ধাপে যদি মিলে মুক্তি,
সহজ হবে হাশর ,পুলসিরাত,হবে জান্নাত বাসি,
পার্থিব জীবনে মোহ মায়ায় বন্দি না থেকে,
এক আল্লাহ,নবী(সাঃ) আর সৎ কর্ম যেজন ভালবাসি৷

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment