কবিতা: রঙিন স্বপ্ন

লেখক:মোঃ সোহানুর রহমান বাপ্পি।

হাসিমাখা মুখখানা হয়ে যায় যদি মলিন
তবু কেনো মানা দেখতে স্বপ্ন রঙিন।

হাজার রকমের বিলাসিতা নয়
একটু শরীর ঠেকানোর জমিন হইলেই
খুশি হয় হাজারও আগন্তুক পথিক,
অধিক ক্লান্তিকর -হতাশায় পথিক রুপি
ভিক্ষুকও একরেশ জল খেয়ে তৃপ্তি মেটায়।
তবুও তারা খুশি –

কিন্তু,নিস্তব্ধ আলিশানে কৃত্রিম হাওয়ায়
পিঠে শিমুলের আলতো ছোয়ায় সাজানো
পালকিতে নিদ্রাতিত হয়েও মন বিষন্ন!

আবদ্ধ মন কেনো বারবার সুখ চায়
মন কি জানেনা-
ওর যে সুখের দরিয়ায় না’কাল পড়েছে,
চৈত্রের মতো শুকিয়ে গেছে দুকূল,
হারিয়ে গেছে সব ঢেউ
আছে শুধু একরাশ নিরবতা।

দুঃখগুলোতে আজ জোয়ারের ঢেউ খেলে চলছে,
ভাঁটা যেনো পথ ভুলে গেছে।

তবুও আশায় থাকে মন
ফিরবে কভু সে-
আবার আসিবে সুখ,হাসবে সারাক্ষণ।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment